বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দোহারে বাড়ির মালিক হত্যা মামলায় চারজনের মৃত্যু-দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারিক সোমবার দুপুর ১টার দিকে এ রায় ঘোষণা করেন।
মৃত্যু-দণ্ডপ্রাপ্তরা হলেন— ভাড়াটিয়া রাজন খা, সুমন বয়াতি, ফজল ও শাহনাজ বেগম।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা আয়েশা বেগমের (৭০) বাড়িতে ভাড়া থাকতো।
তারা পরস্পর যোগসাজসে ২০০৮ সালের ১৩ সেপ্টম্বর আয়েশা বেগমের স্বর্ণালঙ্কার লুট করে।
এ সময় আয়েশা বেগম তাদের চিনে ফেললে সুতলী পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় আয়েশার ছেলে আ. কুদ্দুস দোহার থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুজিবুর রহমান একই বছরের ১৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গ্রেফতারের পর আসামিরা সব দোষ শিকার করে আদালতে জবানবন্দি দেন। আদালতে বিভিন্ন সময় ১৪ জনের সাক্ষগ্রহণ করা হয়।
রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজা বেগম সাইদা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।