বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীকে কুপিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন আবুল হোসেন (৬০) নামে এক কৃষক। সোমবার (৭ আগস্ট) ভোরে উপজেলার উরোন মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আবুল হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের ভাই চাঁন মিয়া জানান, অন্য সব দম্পতির মতো তাদের মধ্যেও স্বাভাবিক মনোমালিন্য থাকতো।
রবিবার রাত ১২টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে আবুল হোসেনের ঘরে ঢুকে তার স্ত্রী আনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। আবুল হোসেন তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়েছে যায়।
দ্রুত আনোয়ারাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের পিঠ, পেট, বুক, হাত’সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে।
চাঁন মিয়া আরও জানান, স্ত্রীকে কোপানোর দুই ঘণ্টা পর প্রতিবেশী মোসলেহ উদ্দিনের বাড়ির পাশে আবুল হোসেনকে বিষপান করা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে তাকেও উদ্ধার করা হয়।
পরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে প্রবাসী ও মেয়েরা বিবাহিত।
এ ব্যাপারে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।