Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের সঙ্কট নিরসণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা শাহ আতাউল্লাহ হজ্ব ফ্লাইট বাতিল ও হজ্বযাত্রীদের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, হাজীগণ আল্লাহর মেহমান, তাদের দূর্ভোগ ও হজ্ব ফ্লাইটের জটিলতা নিরসণে সরকারকে দ্রæত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। একের পর এক হজ্ব ফ্লাইট বাতিল হওয়ায় হজ্বযাত্রীদের সীমাহীন কষ্ট হচ্ছে। অনাহারে অর্ধাহারে চরম দুর্ভোগ ও দুশ্চিন্তায় হজ্ব ফ্লাইটের অপেক্ষা করছে। কিন্তু সরকারের ধর্ম মন্ত্রনালয়কে এ ব্যাপারে তৎপর বা কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আল্লাহর মেহমান হাজীগণের সাথে দুর্ব্যবহার আল্লাহ বরদাশত করবে না। তিনি প্রয়োজনে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে সরাসরি সৌদি সরকারের সাথে আলোচনার মাধ্যমে ই-ভিসা ও পরিবহন জটিলতাসহ সকল সংকট নিরসণ করার আহবান জানান। গতকাল বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক সভায় তিনি এসব কথা বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ