Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা তিন জেলায় নিহত ২

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। কোন ভাবেই থামানো যাচ্ছে না এই অনাকাংখিত ঘটনা। গতকাল আশাশুনিতে ১ শিক্ষক, সখিপুরে গর্ভবতী মায়ের মর্মান্তিক মৃত্যু হয়, আর চবিতে সিএনজি-অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে আহত হয়েছেন ৮ জন। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা জানান, আশাশুনি উপজেলার মানিকখালী-বড়দল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজিদা খাতুন নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে গোয়ালডাঙ্গা ওয়াপদার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ফকরাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাহাঙ্গীর আলমের স্ত্রী, ফকরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজিদা খাতুন ঘটনার সময় বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। তার আত্মীয়ের মটর সাইকেলে স্কুলে যাওয়ার পথে গোয়ালডাঙ্গা ওয়াপদা মোড়ের কাছে পৌছলে চালক দ্রæত মোড় নিতে গেলে তিনি তার এক বছর বয়সী বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে রাস্তার উপর ছিটকে পড়ে যান। রক্তাক্ত অবস্থ্য়া তাকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাচ্চাটি তার মায়ের বুকের উপর পড়ায় কোন ক্ষতি হয়নি। মৃতকালে তিনি শ্বশুর-শ্বাশুড়ি, স্বামী ও ২ পুত্র সন্তান রেখে গেছেন।
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় আজিজা বেগম (৪০) নামের এক গর্ভবতী মায়ের মর্মান্তিক মত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বড়চওনা গায়েন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজা বেগম ওই গ্রামের মান্নাছ আলীর স্ত্রী। এ ঘটনায় একই গ্রামের ফরহাদ হোসেন (৩০) নামের অপর এক পথচারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১১ টার দিকে বড়চওনার গায়েন মোড় এলাকা থেকে পায়ে হেঁটে ৯ মাসের গর্ভবতী আজিজা বেগম পেটের ব্যথার ওষুধ নিতে বড়ওচনা বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। আশে পাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লে­ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আজিজা বেগম ও তাঁর পেটের ৯ মাসের সন্তানকে মৃত ঘোষণা করেন।
চবি সংবাদদাতা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ৫ শিক্ষার্থীসহ মোট ৮ জন আহত হয়েছে। গতকাল সকাল ১০ টার দিকে বিশ^বিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে আসা একটি সিএনজি ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় মার্কেটিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের উজানা চাকমা গুরুতর আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বাকিদের চবি মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, মনোবিজ্ঞান বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জারিন তাসনিম, ম্যানেজমেন্ট ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মহিউদ্দিন, একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের সালাউদ্দিন, ফলিত রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের জাহিদ হাসান, রেজিস্ট্রার অফিসের সহকারী নিয়ন্ত্রক এম শাকুর, সিএনজি চালক আকবর, দুই অটোরিকশা চালক যুবরাজ।
জানা যায়, জিরোপয়েন্ট মোড় থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজি চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে কলা অনুষদের দিকে যাচ্ছিল। আবার আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশা বিশ^বিদ্যালয়ের শহীদমিনার থেকে দুজন যাত্রী নিয়েজিরোপয়েন্ট মোড়ের দিকে যাচ্ছিল। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাটি কাটা পাহাড় সড়কের মাঝখানে এলে তাদের মাঝে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়ে। এসময় পাচঁজন শিক্ষার্থীসহ আটজন আহত হয়। পরে আহতদের দ্রæত চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রæত চবি মেডিকেল সেন্টারে ছুটে যান বিশ^বিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। এসময় তিনি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
চবি মেডিকেলের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী বলেন, আহতদের মধ্যে একজন ছাত্রীর পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন। তার আঘাত গুরুতর হওয়ায় তাকে আমারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেছি। আর বাকি ৭ জনকে এখানে চিকিৎসা দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২
২৪ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ