Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একক কন্ঠে হাজার গান নিয়ে ব্যস্ত ফেরদৌস আরা

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ একক কন্ঠে হাজার গান ফনপড ব্যস্ত সময় পার করছেন নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। এরইমধ্যে ইমপ্রেস অডিও ভিশনের উদ্যোগে ফেরদৌস আরার কন্ঠে ‘নজরুল সঙ্গীত সমগ্র’র সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে বিভিন্ন সময়ে ফেরদৌস আরা অ্যালবামের জন্য অন্যান্য গানের রেকর্ডিং করছেন। বেশ যতœ নিয়ে ফেরদৌস আরা কাজটি করছেন। অন্যান্য কাজের চেয়ে এই কাজটিকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। ফেরদৌস আরা বলেন, ‘যেহেতু আমার একার কন্ঠে নজরুলের হাজার গান শ্রোতারা শুনতে পাবেন, তাই কাজটি যত্ম নিয়ে করা হচ্ছে শুরু থেকেই। প্রথম অ্যালবামে নয়টি গান ছিলো। পরবর্তী সবগুলো অ্যালবামেই বারোটি গান রাখা হচ্ছে। যেহেতু একটি একটি ঐতিহাসিক কাজ হচ্ছে, তাই বেশ মনোযোগও দিতে হচ্ছে গানগুলোর রেকর্ডিং-এর ব্যাপারে। এমন একটি ঐতিহাসিক কাজের সাথে আমি সম্পৃক্ত, এটা যখন ভাবি তখন নিজ থেকেই দায়িত্ব অনেক বেড়ে যায়।’ এদিকে আসছে নজরুলের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন নিয়ে শ্রোতা-দর্শকের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন ফেরদৌস আরা। ব্যস্ততার পাশাপাশি তার গানের স্কুল ‘সুরসপ্তক’-এও নিয়মিত সময় দিতে হচ্ছে তাকে। এরইমধ্যে প্রতিষ্ঠানটি ১৭ বছরে পা রেখেছে। এই প্রতিষ্ঠান থেকে বেশ ক’জন ভালো শিল্পীও বেরিয়ে এসেছে। ফেরদৌস আরা বলেন, ‘নিজের হাতে গড়া শিক্ষার্থীদের গান যখন সবাইকে মুগ্ধ করে তখন বুকটা আনন্দে ভরে উঠে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ