Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সফর করে মুগ্ধ অরল্যান্ডো ব্লম

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছিলেন পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেতা অরল্যান্ডো ব্লম। ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে বাংলাদেশ সফর করেন তিনি। সফর শেষে এক ভিডিও বার্তা দিয়ে এ দেশের মানুষের প্রতি মুগ্ধতার কথা জানান তিনি। সেখানে তিনি বলেন, গত এক সপ্তাহে আমি যা দেখেছি, তার প্রভাব সহজে বলে বোঝানো যাবে না। এই ঢাকা শহরের অনেক বড় বড় প্রতিক‚লতা দেখেছি। এই শহরের মানুষদের হাসিমাখা চোখ কখনও ভুলবো না এবং শত ঝুঁকির মাঝেও সারল্যমাখা আনন্দের হাসি, যেটা এই দেশের মানুষের সবচেয়ে বড় শক্তি। এটি আমার জন্য কখনও না ভোলার মতো একটি শিক্ষা। আমাদের ইউনিসেফ-এর গাড়িচালক (যারা গত কয়েকদিনে ঠিকমতো ঘুমাতেই পারেনি) এবং যেসব কর্মকর্তা সবকিছু নিখুঁতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এদেশের সব শিশু ও তাদের পরিবার প্রত্যেকটি এলাকায় আমাদেরকে সাদরে আপন করে নিয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এর আগে একই দিনে অরল্যান্ডো বøুম ঢাকার সদরঘাট ও কমলাপুর থেকে তোলা ছবিও দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত অ্যাকাউন্ট ও পেজে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ