রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল এগারোটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া নামক স্থানে।
জানা গেছে, রোববার সকালে এ উপজেলার জামুর্কী গ্রামের অরুন পোদ্দারের ছেলে জয় পোদ্দার ও তার ব্যবসায়ীক পার্টনার প্রেমানন্দ সাহাকে নিয়ে ডাচ্-বাংলা ব্যাংক মির্জাপুর শাখা থেকে ৪ লাখ ১২ টাকা উত্তোলন করেন। পরে তারা বাড়ি যাওয়ার উদ্দেশে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহি বাসে উঠেন। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চরপাড়া নামক স্থানে পৌছালে ৪/৫ দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসটি থামিয়ে জয় পোদ্দারকে একটি মাইক্রো বাসে তুলে নিয়ে চম্পট দেয়। পরে দুর্বৃত্তরা তার কাছে রক্ষিত ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে আশুলিয়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে মির্জাপুর থানার ইনপেক্টর তদন্ত তুহিন খান ঘটনা সত্যতা স্বীকার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।