রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রাজশাহী ব্যুরো : রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে সবেদা গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এ সময় কলেজের অধ্যক্ষ মোহাঃ খাদেমুল ইসলাম, চাঁপাইনবাগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার আ ফ মুহাম্মদ ওবায়দুল হক, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, শিক্ষক ও কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের ছাত্রী ইভানা, ছাত্র নাহিদ হাসান। তারা কলেজের বিভিন্ন সমস্যা তুলে ধরে জরুরী ভিত্তিতে সমাধানের অনুরোধ জানান। অনুষ্ঠানে সুভেচ্ছা বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডাঃ একরামুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি পরিচালক (যুগ্ম-সচিব) ডাঃ মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি বাংলাদেশের হয়ে ৪০টি দেশে প্রতিনিধিত্ব করেছি এবং তাদের চালচলন লক্ষ্য করেছি তাতে মনে হয়েছে তাদের চেয়ে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহন করছেন যার মধ্যে গাছ লাগানো একটি প্রকল্প।
শিক্ষক সর্ম্পকে ছাত্র ছাত্রীদের দাবীর প্রেক্ষিতে তিনি বলেন, বর্তমানে কলেজগুলিতে প্রয়োজন ৪৪ জন কিন্ত শিক্ষক আছে ১৬ জন। ক্রীড়া অফিসার প্রয়োজন ৬৪ জন বর্তমানে কর্মরত আছে ৩৬ জন। শিক্ষকদের প্যানেল পরিবর্তন করার উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।