Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে শ্বাসরোধে শিশু গৃহকর্মী হত্যার অভিযোগে গৃহকর্তা আটক

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে খাদিজা নামের ১০ বছরের এক শিশু গৃহকর্মীকে শ্বাসরোধ করে হত্যা ও লুকিয়ে লাশ দাফনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্তাকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত কামরুল ইসলাম (২০) বনগাঁও গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক জানান, নিহত খাদিজা (১০) সুনামগঞ্জের তাহিরপুর গ্রামের দিনমজুর আলী নূরের কনিষ্ট কন্যা। চার মাস আগে কাজের জন্য ৫০০ টাকা মাসিক বেতনে কামরুলদের বাসায় দিয়েছিলেন। গত শুক্রবার খাদিজা আত্মহত্যা করেছে জানিয়ে কামরুলও তার সহযোগিরা পুলিশকে না জানিয়ে দ্রæত দাফনের চেষ্টা চালায়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে শিশুটিকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এঘটনায় শিশুর পিতা থানায় মামলা দায়ের করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ