Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন

| প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পূর্ব শত্রæতার জের ধরে সাংবাদিক ও তার ছোট ভাইকে গাছে বেঁধে শারীরিকভাবে নির্যাতন বেধড়ক পিটিয়ে পা ভেঙে গুরুত্বর জখম করেছে একদল দূর্বৃত্ত। এসময় তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নির্যাতিতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর কামাটোলা গ্রামের এফাজ উদ্দিনের ছেলে রাসেল ও তার বড় ভাই রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিন ও বিডিলাইভ ২৪ ডট কমের সাংবাদিক রিপন আলি রকি। ঘটনাটি ঘটেছে উপজেলার হাদিনগর কামাটোলা গ্রামের আফসারের আমবাগানে। নির্যাতিত সাংবাদিক রিপন আলি রকির স্ত্রী মোসা: সালমা আখতার জানান, রকির ছোট ভাই রাসেলের সাথে একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিফাতের টাকা লেনদেনের ঘটনায় স্থানীয় প্রভাবশালী আবু তালেবের বাড়িতে মিমাংসার কথা বলে শনিবার রাত ১১টার দিকে শিফাত ও তার আত্মীয় দবির, সাদিকুল, ইব্রাহিম, বাবু, শাহিন, তোহরুল, উজির, মানুসহ ১০-১২ জন ব্যক্তি সাংবাদিক রিপন আলি রকি ও তার ছোট ভাই রাসেলকে ডেকে তালেবের বাড়ি না গিয়ে রাস্তায় হাত-পা বেঁধে ও মুখে গামছা ঢুকিয়ে আফসার নামের এক ব্যক্তির আমবাগানে গাছের সাথে বেঁধে রাত দেড়টা পর্যন্ত দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে। এতে সাংবাদিক রকি ও তার সহোদর ভাই রাসেলেরও একটি পা ভেঙে যায় এবং তাদের কাছে থাকা চারটি মোবাইল সেট ছিনতাই করে নেয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা, এসআই শাহ আলম ও এএসআই হাফিজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা সাংবাদিক রিপন আলি রকি ও তার ভাই রাসেলের ওপর নির্যাতন চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ