রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পূর্ব শত্রæতার জের ধরে সাংবাদিক ও তার ছোট ভাইকে গাছে বেঁধে শারীরিকভাবে নির্যাতন বেধড়ক পিটিয়ে পা ভেঙে গুরুত্বর জখম করেছে একদল দূর্বৃত্ত। এসময় তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নির্যাতিতরা হলো- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের হাদিনগর কামাটোলা গ্রামের এফাজ উদ্দিনের ছেলে রাসেল ও তার বড় ভাই রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিন ও বিডিলাইভ ২৪ ডট কমের সাংবাদিক রিপন আলি রকি। ঘটনাটি ঘটেছে উপজেলার হাদিনগর কামাটোলা গ্রামের আফসারের আমবাগানে। নির্যাতিত সাংবাদিক রিপন আলি রকির স্ত্রী মোসা: সালমা আখতার জানান, রকির ছোট ভাই রাসেলের সাথে একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে শিফাতের টাকা লেনদেনের ঘটনায় স্থানীয় প্রভাবশালী আবু তালেবের বাড়িতে মিমাংসার কথা বলে শনিবার রাত ১১টার দিকে শিফাত ও তার আত্মীয় দবির, সাদিকুল, ইব্রাহিম, বাবু, শাহিন, তোহরুল, উজির, মানুসহ ১০-১২ জন ব্যক্তি সাংবাদিক রিপন আলি রকি ও তার ছোট ভাই রাসেলকে ডেকে তালেবের বাড়ি না গিয়ে রাস্তায় হাত-পা বেঁধে ও মুখে গামছা ঢুকিয়ে আফসার নামের এক ব্যক্তির আমবাগানে গাছের সাথে বেঁধে রাত দেড়টা পর্যন্ত দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে। এতে সাংবাদিক রকি ও তার সহোদর ভাই রাসেলেরও একটি পা ভেঙে যায় এবং তাদের কাছে থাকা চারটি মোবাইল সেট ছিনতাই করে নেয়। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা, এসআই শাহ আলম ও এএসআই হাফিজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ১নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তরা সাংবাদিক রিপন আলি রকি ও তার ভাই রাসেলের ওপর নির্যাতন চালিয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।