বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানবাধিকার হরণকারী ৫৭ ধারাসহ সকল কালা-কানুন বাতিল, বন্ধ মিডিয়া চালু, সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে বগুড়ার সাংবাদিকরা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ডাকে দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচির আলোকে রোববার বেলা ১১টায় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বগুড়া প্রেসক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি মীর্জা সেলিম রেজা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গণেশ দাসের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র নির্বাহী সদস্য সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ সাইন, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।