বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সোহাগ সরকার (৩২) ও সাইফুল ইসলাম জয় (৩৫) নামের অপর এক সহযোগীকে আমেরিকান নাইন এমএম পিস্তলের ম্যাগজিন ও গুলিসহ আটক করেছে র্যাব। আটককৃত সোহাগ সরকার সৈয়দপুর কয়া গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের পুত্র ও সাইফুল ফকিরপাড়া মহল্লার মৃত সমসের আলীর পুত্র।
শনিবার রাতে সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা। র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেন। র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও আগ্নেয়াস্ত্র আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছেন বলে র্যাব ক্যাম্প সূত্রে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।