বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দেয়া বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের বক্তব্য দলীয় নয়, এটা তার ব্যক্তিগত মতামত। বিষয়টি পর্যালোচনা করে পরে দলীয় বক্তব্য জানানো হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সাংবাদিকদের কাছে ষোড়শ সংশোধনী নিয়ে প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আদালতে সংবিধানের ষোড়শ সংশোধনী যতোবার বাতিল করা হবে, ততোবারই সংসদে তা পাস করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।