Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

টয়লেট পেপারে ট্রাম্পের টুইট

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : টয়লেট পেপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট প্রিন্ট করে অনলাইনে বিক্রি করছে কেনাবেচার আন্তর্জাতিক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজন।
খুচরা বিক্রেতারা টয়লেট পেপারে ট্রাম্পের টুইটের বিষয়ে বলেন, ট্রাম্পের সবচেয়ে আলোচিত ১০টি টুইট মুদ্রণ করা হয়েছে এই টয়লেট পেপারে। ফ্লাশ হওয়ার যোগ্য এ ধরনের টুইটার ফিড আর নেই; এটি অত্যন্ত চমৎকার।
ট্রাম্পের টুইট সম্বলিত এই টয়লেট পেপার স্টক করছেন। গত শুক্রবার স্টকে থাকা সব পেপারের অনলাইনে বিক্রির অর্ডার পেয়েছে অ্যামাজন। প্রত্যেকটি টয়লেট পেপার বিক্রি হচ্ছে ৯.৯৯ ডলারে (বাংলাদেশি ৮০৯.৬৯ টাকা)।
তবে ট্রাম্পের মুখায়ব সম্বলিত টয়লেট পেপারের মূল্য আরো বেশি। টুইট টয়লেট পেপারের চেয়ে প্রায় ৩ ডলার বেশি দামে বিক্রি (প্রায় ১২ ডলার) হচ্ছে ওই পেপার।
২০১৪ সালে ট্রাম্পের টুইট করা একটি বার্তা টুইট সম্বলিত টয়লেট পেপারে দেখা যায়। এতে ট্রাম্প বলেছিলেন, আপনি কি মোটাদাগে অযোগ্য একজন প্রেসিডেন্টকে অভিশংসন করতে পারেন। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ