Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ার জনগণ পরিবর্তন চায় -জাসদের কর্মীসভায় মিন্টু

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : স্বাধীনতার ৪৬ বছরেও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
তিনি বলেন, জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড হয়েছে। কিন্তু সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন সরকারি বরাদ্দের টাকা লুটে নেয়ায় এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। উন্নয়নের প্রতিটি প্রকল্পে কমিশন খাচ্ছেন এমপি ও তার পুত্র। তারা নিজেদের আখের গুছাচ্ছেন। তাদের কারণেই এখানে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমন পার্সেন্টিজ ম্যান এমপিকে স্থানীয় জনসাধারণ আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায়।
জনগণের এমন আবেগকে ধারণ করেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে মাঠে নামতে আমাকে নির্দেশনা দেয়া হয়েছে। আমি মনোনয়ন পেয়ে এমপি হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবো বলেন, সৈয়দ মিন্টু।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্থানীয় ইউনিয়ন জাসদ আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি। ১০ নং কালাদহ ইউনিয়ন জাসদের সভাপতি সাইফুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও পৌর জাসদ সভাপতি মো: শামসুল আলম খান, জাসদ নেতা শরীয়ত উল্লাহ মাস্টার, ফজলুল হক মাষ্টার, সাইদুল ইসলাম বিএসসি, আজিজুল হক, সুরুজ মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ