Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় নির্বাচনে ছাত্রলীগের কারণে হারবে আওয়ামী লীগ -ড. জাফর ইকবাল

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শাবি সংবাদদাতা : ‘শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্ত¡াধীন আওয়ামী লীগের জয়লাভের অনেক সুযোগ আছে। কিন্তু আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যদি পরাজয় বরণ করে সেটা হবে ছাত্রলীগের কিছু ছেলেদের কর্মকান্ডের জন্য।’ গতকাল বিকেল ৫ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন প্রফেসর ড. জাফর ইকবাল। সিএসই কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে এক বিশেষ অতিথির বক্তব্য প্রদানকালে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন তার অনুসারীদের নিয়ে মিলনায়তনে প্রবেশ করেন। এসময় তার অনুসারীরা তার নামে ¯েøাগান দিতে থাকলে অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ড. জাফর ইকবাল তার বক্তব্য প্রদানকালে রুহুল আমিনকে সতর্ক করে দিয়ে বলেন, এরকম একটি অনুষ্ঠানে নিজের নামে ¯েøাগান দিতে দিতে প্রবেশ করাটা ঠিক হয়নি। এখানে যারা বসে ছিলেন তাঁরা সবাই তোমার শিক্ষক, তাই শিক্ষকদের সম্মান দেখানো উচিৎ ছিলো। আশাকরি ভবিষ্যতে এমন কাজ আর করবেনা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ