Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবচরে বিএনপি ও যুবদলের ২০ নেতাকর্মী জেলহাজতে

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান থেকে আটককৃত ২০ নেতা-কর্মীকে শিবচর থানার বিভিন্ন মামলার আসামি দেখিয়ে গতকাল শনিবার ১১টার দিকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শিবচরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা একত্রিত হতে থাকে বিএনপির সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচিতে। এ সময় পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান। এঘটনায় পুলিশ বিএনপির ও যুবদলের ২০ নেতা-কর্মীকে আটক করে। শিবচর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হাওলাদার, মাহবুব মাদবর, শহিদ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক বাকাউল কমির খান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন মৃধা, পৌর যুবদলের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন খান, মস্ত মোল্লা, শাহিন গোমস্তা, নোমান মোল্লাসহ ২০ নেতা কর্মীকে শনিবার সকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। শিবচর বিএনপির আহবায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। আমি আমাদের নেতা কর্মীদের দ্রæত মুক্তি দাবি করছি। মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ