বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ডায়াগনোস্টিক সেন্টারের রোগীর রিপোর্ট না দেখায় একদল সন্ত্রাসী ব্যক্তি হামলা চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তারকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ হোসাইন নামের একজনকে আটক করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ডায়াগনোস্টিক সেন্টারে পরীক্ষা করা জনৈক রোগীর বিভিন্ন রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল আলম সুমনের কাছে নিয়ে গেলে তিনি দেখতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার বিকালে রফিকুল ইসলাম, সাদেকুল ইসলাম, হোসাইন ইসলাম, আসাদ, লোকমান সংঘবদ্ধ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সন্ত্রাসী কায়দায় ঢুকে ডাক্তারদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং কর্তব্যরত ডাঃ মোঃ শরিফুল আলম সুমনকে এলোপাথারী কিল-ঘুসি, লাথি-গুড়ি মারতে থাকে। এরপর সুমন আত্মরক্ষার্থে ইর্মাজেন্সি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেও উক্ত ব্যক্তিরা লাথি মেরে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে এবং ডাঃ সুমনকে আবারও কিল-ঘুসি, লাথি-গুড়ি মেড়ে গুরুতর আহত করাসহ গলাটিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। ডাঃ সুমনের চিৎকারের হাসপাতালে উপস্থিত লোকজন ছুটে এসে তাকে রক্ষা করে। এসময় উক্ত ব্যক্তিরা তার পকেট থেকে নগদ পঁচিশ হাজার টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।