Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে আসামিদের মামলা তুলে নেয়ার অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিতে বাদি পরিবার নিয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা যায়, ছাতক সদর ইউপির কেশবপুর গ্রামের সাবেক মেম্বার নূরুল হকের ভাতিজা ইমন (২৩) স্থানীয় বড়বাড়ি গ্রামের আব্দুস শহিদের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রীকে মল্লিকপুর মডেল হাইস্কুলের ২৬শে মার্চের অনুষ্ঠানে উত্যক্ত করে। এতে ছাত্রীর পিতা বাদি হয়ে সুনামগঞ্জ আদালতে পিটিশন মামলা (নং ১০৪/২০১৭ইং, (ছাতক), বিজ্ঞ আদালতের স্মারক নং ২৫০, তাং ০২.০৪.২০১৭ইং) দায়ের করেন। পরে ছাতক থানার এসআই সুহেল রানা চার মাস পর ৯জুলাই আদালতে দঃবিঃ ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩৮২, ৪২৭, ৫০৬ (২)/৩৪ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে কেশবপুর গ্রামের নূরুল হক,সহ অনেকের বিরুদ্ধে রিপোর্ট দেয়। এরপর থেকে বাদীকে মামলা তুলে নেয়ার অব্যাহত হুমকি প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে বাদী প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ