বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় চাঁদা নিতে এসে র্যাবের হাতে আটক হয়েছে র্যাবের ভুয়া ক্যাপটেনসহ চার সদস্য। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ভুয়া ক্যাপ্টেইনসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, মোঃ তৌহিদুল ইসলাম শুভো (২১), মোছাঃ রিক্তা খাতুন (২০), মোঃ ওয়াসিম আকরাম (২০), মোঃ সোহেল রানা (২৫)। আটককৃত মোঃ তৌহিদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে র্যাবে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। আটককৃত ব্যক্তিদের কথা-বার্তা ও আচরণ বিধি সন্দেহ জনক হলে উক্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, তারা সকলেই ভুয়া র্যাব সদস্য। আটককৃত ব্যক্তিদেরকে বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় হস্তান্তর করেছে। এ সময় তাদের ব্যাবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার, এক জোড়া হ্যান্ডকাপ, ছয়টি মোবাইল ও একটি বাশি নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।