বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো জানায় : অনলাইন নিউজপোর্টাল ‘বাংলানিউজ’র বেনাপোল স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে নির্যাতনকারী বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্নেল আরিফকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছে খুলনার সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। সিওকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। আজিজুল হককে নির্যাতনের প্রতিবাদে বাংলানিউজের খুলনা ব্যুরো অফিস এ মানববন্ধনের আয়োজন করে। অপরদিকে, ৫৭ ধারা বাতিলের দাবিতে শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর আজিজের উপর এ নির্যাতন চালানো হয়েছে। একজন মুক্ত সাংবাদিককে পিটিয়ে তার কলম বন্ধ করা গণতন্ত্রের প্রতি হুমকি স্বরুপ। সাংবাদিকের দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। যদি কোন সাংবাদিক অপরাধ করে, তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করানো যেতে পারে। বিজিবি দায়িত্ব সাংবাদিক পিটানো নয়। বিজিবি’র সিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বিজিবি কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। একই সাথে তার অগাত সম্পত্তির উৎস অনুসন্ধানের জন্য দুদককে আহবান জানান তারা।
মানববন্ধনে বক্তৃতা করেন- খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় প্রমুখ। বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, আঞ্চলিক সংবাদপত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক অনির্বাণ সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, আতিয়ার পারভেজ, জিয়াউস সাদাত, আনোয়ারুল ইসলাম কাজল, দেবব্রত রায়, মোঃ জাহিদুল ইসলাম রিপন, অধ্যক্ষ শীলাদিত্য গাইন প্রমুখ।
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামে যশোরের সাংবাদিকরা
বিশেষ সংবাদদাতা, যশোর থেকে জানান, বিজিবি ক্যাম্পে ডেকে সাংবাদিক আজিজুল হককে নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামে গতকাল যশোরের সাংবাদিকরা। মানববন্ধন করেছে যশোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও বেনাপোল বন্দর প্রেসক্লাব। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ফকির শওকত ও জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টু এবং যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ সাংবাদিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে যশোরের মানববন্ধনে যোগ দেন। একইভাবে বেনাপোল বন্দর প্রেসক্লাব প্রতিবাদে মানববন্ধন করে। তীব্র নিন্দা জানিয়েছেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ, শার্শা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মুন্নাফ ও সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান।
নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনকারী বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল আরিফুল হককে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। নির্যাতিত সাংবাদিক জানান, তিনি ‘বেনাপোল সীমান্তে অরক্ষিত বাংলাদেশ প্রবেশ’ শিরোনামে নিউজপোর্টাল বাংলানিউজে বৃহস্পতিবার খবর প্রকাশ করেন। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বেনাপোল বিজিবি ক্যাম্পে ডেকে ৪৯বিজিবি’র কমান্ডিং অফিসার সাংবাদিক আজিজুল হককে মারপিট করেন। এ ব্যাপারে বিজিবি সুত্র দাবি করেছে,ওনাকে ক্যাম্পে ডেকে বিষয়টি জিজ্ঞেস করা হয়েছিলো, মারপিট করা হয়নি।
উল্লেখ্য, বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অনিয়ম নিয়ে রিপোর্ট করায় বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে গত শুক্রবার বিকেলে ক্যাম্পে নিয়ে পিটিয়েছেন বিজিবি ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্নেল আরিফ। এসময় আজিজকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।
অপরদিকে, ৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে খুলনার দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের বিরুদ্ধে দায়েরকৃত তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের মামলা প্রত্যাহার এবং ৫৭ ধারা বাতিলের দাবিতে ডুমুরিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর সাড়ে ১২টায় ডুমুরিয়া প্রেসক্লাবের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে স্থানীয় সাংবাদিকরা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।