Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তুললে গজব অনিবার্য -মাও.আবদুল লতিফ নেজামী

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী ধর্ষণের ঘটণা ক্রমাগত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, উত্যক্ত হওয়া থেকে শুরু করে মর্যাদা এবং সম্ভ্রমহানিকর কর্মকান্ডের ভয়ে নারীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে । এধরনের শ্লীলতাহানীর ঘটণা সংঘটিত হওয়ায় দেশবাসি বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আশংকাজনকহারে নারী ধর্ষণের মতো অসামাজিক কার্যকলাপ আজ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এধরনের অনাকাংখিত ও হৃদয়বিদারক ঘটণায় দেশের নারী সমাজ নিরাপত্তাহীনতায় শংকিত।
তিনি আজ এক বিবৃতিতে বলেন, সমাজে বিষ ফোঁরার মতো ভিসিআর, নগ্ন ও অশ্লীল ছায়াছবি প্রদর্শন, পর্ণ ও রম্য পত্র-পত্রিকা, চলচ্চিত্রের প্রসার, সুন্দরী প্রতিযোগিতায় ও মাদক দ্রব্যের সহজলভ্যতা প্রভৃতি যৌন আবেগপূর্ণ উপাদানগুলো ক্রমশঃ আমাদের সমাজে বিস্তার লাভ এবং অবাধ ও উচ্ছৃঙ্খল জীবনের উপসর্গগুলো বিস্তার লাভ করার পথ প্রশস্ত হতে থাকায় ইতোমধ্যে এক শ্রেণীর উচ্ছৃখল মানুষের কুপ্রবৃত্তিকে জাগিয়ে তোলার ফলে নারীর বস্ত্রহরণ, ইভটিজিং, নারী ধর্ষণ, খুন, অপহরণ ও এসিড নিক্ষেপের মতো অসামাজিক কার্যকলাপ ও অপরাধ প্রবনতা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে উতরাতে না পারলে গজব অনিবার্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ