Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা শিপইয়ার্ডে বিশেষায়িত ৪ নৌযান নির্মাণ কাজের সূচনা

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নাছিম উল আলম: পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মিতব্য দুটি পাইলট ভ্যাসেল ও ২টি হেভী ডিউটি স্পীড বোট নির্মান কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে গতকাল। প্রায় ১১৫ কোটি টাকার দেশীয় তহবিলে নির্মিতব্য বিশেষায়িত এসব নৌযানের ‘কিল লে’র মাধ্যমে আনুষ্ঠানিক নির্মান কাজের সূচনা করেছেন নৌ পরিবহন মন্ত্রী মোঃ শাহজাহান খান।
খুলনা শিপইয়ার্ড-এর এমডি কমোডর আনিসুর রহমান মোল্লা, (এল), এনইউপি, পিএসসি, বিএন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌ বাহিনী প্রধান রিয়ার এ্যডমিরাল সফিউল আজম, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার মোঃ খালেক-এমপি এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর জাহাঙ্গীর আলম-বিএন সহ উর্ধতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবর্গ নির্মিতব্য নৌযানগুলোর মূল খোলের হালে হাতুরি পিটিয়ে নির্মান কাজের আনুষ্ঠানিক সূচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ