Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

২০ দিন পর বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে ২০ দিন পর বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকের পরামর্শেই লন্ডনে বড় ছেলে ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পূর্ণ বিশ্রামে আছেন তিনি। গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন বিএনপি প্রধান। গত ২০ দিন ধরেই নিজেকে আড়াল করে রেখেছিলেন তিনি। তবে লন্ডনে অবস্থানের প্রায় তিন সপ্তাহ পর বাংলাদেশের স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে তারেক রহমানের বাসা থেকে বের হন খালেদা জিয়া। এ সময় একটি শপিংমলে গিয়ে নিজের প্রয়োজনীয় কিছু পণ্যও কিনেছেন তিনি। লন্ডন থেকে পাওয়া একটি স্থির চিত্রে দেখা গেছে, শপিংমলে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া নিজেই একটি পণ্য দেখছেন। পণ্যটির বিষয়ে মাকে বুঝিয়ে দিচ্ছেন তারেক রহমান। তাদের পাশেই দাঁড়িয়ে মুচকি হাসছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান। সূত্র মতে, লন্ডনে অবস্থানের পর একটি ঘরোয়া সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বেগম জিয়ার। কিন্তু শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তারেকের পরামর্শেই সমাবেশে অংশ নেননি তিনি। তবে এর ফাঁকে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাও অনেকটা গোপনীয়তা অবলম্বন করেই। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা জানান, লন্ডনে তারেক রহমানের যে বাসায় খালেদা জিয়া রয়েছেন সেখানে দলের কোন পর্যায়ের নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পরিবার-পরিজনের সাথে একান্ত সময় কাটাতেই নেতাকর্মীদের সাক্ষাৎ না দেয়ার কৌশল অবলম্বন করা হয়েছে। গত ১৫ জুলাই চিকিৎসার উদ্দেশে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। চিকিৎসার পাশাপাশি দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও একাদশ নির্বাচনে বিএনপির ভূমিকা নিয়ে ছেলের সঙ্গে পরামর্শ করবেন এমন গুঞ্জনও শোনা গেছে। কোরবানির ঈদের পর তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ