Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণখেলাপী রাজকুমার খেতান চেক ডিজঅনার মামলায় গ্রেফতার

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার; মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখার ঋণখেলাপী, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী ও সুগন্ধা ইন্টারন্যাশনালের মালিক রাজকুমার খেতানকে জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নওগাঁর অর্থঋণ আদালতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখার দায়ের করা অনেকগুলো মামলা রয়েছে। আদালত তাকে চেক ডিজঅনারের ২০টি মামলার প্রত্যেকটিতে ৬মাস থেকে ১বছর করে কারাদন্ড ও অর্থ জরিমানা করে। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সুগন্ধা ইন্টারন্যাশনাল জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমপুর এলাকায় কে টি কমপ্লেক্সে অবস্থিত। তার বাসস্থানের ঠিকানা- পাঁচবিবি রোড, দক্ষিণা কালি মন্দির, শহিদ রামকুমার সরণি, সোনার পট্টি, হরিবাসর মোড়, জয়পুরহাট। মার্কেন্টাইল ব্যাংকের নওগাঁ শাখার মানেজার মো. কামরুজ্জামান ইনকিলাবকে জানান, ২০০৮ সাল থেকে রাজকুমার খেতানের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাকে বিভিন্ন সময়ে সুযোগ দেয়া হয়েছে কিন্তু তিনি তা রক্ষা করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ