রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা: নেছারাবাদের পেয়ারা বাগান সমৃদ্ধ আটঘর কুড়িয়ানা ইউনিয়নে স্থানীয় ফলচাষ ও ফ্রুটিং মার্কেটিং বিষয়ের উপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আখতারুজ্জামান খান কবির। গতকাল শনিবার সকালে কুড়িয়ানা কবি গুরু রবীন্দ্রনাথ ডিগ্রী কলেজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র মো.গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহমেদ, অধ্যক্ষ মো.গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিফাত সিকদার, প্রকৌশলী মো. কবির মিঞা, স্থানীয় পেয়ারা চাষী দ্বিগবিজয় সমদ্দার, রতন সিকদার প্রমুখ। সভাশেষে কর্পোরেশনের চেয়ারম্যান কুড়িয়ানায় মন্ত্রনালয় কর্তৃক পর্যটকদের জন্য বিশ্রামাগার নির্মানের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন।
সভায় প্রধান অতিথির সামনে বক্তারা চাষীদের দুঃখ দুর্দশার কথা জানান। তাদের দুঃখ দুর্দশা লাগবে পর্যটন কর্পোরেশন চেয়ারম্যানের সামনে বাংলার আপেলখ্যাত পেয়ারা বাগানের উন্নতি করনের লক্ষ্যে জীব ও কৃষি বৈচিত্র ঘিরে ভিবিন্ন দাবী দাওয়ার আবেদন জানান। এবং আটঘর কুড়িয়ানাকে পর্যটন কেন্দ্র ঘোষণার জন্য জোড়ালো দাবী জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।