Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে হেরোইন বিক্রেতা আটক

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পেশাদার হিরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার সন্ধ্যায় থানার এসআই ইজার আলীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। অভিযানকালে সুন্দরগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বৈরাগীপাড়ার হোসেন আলীর পুত্র আঃ রহমানকে পূর্ব পাইপাস মোড় থেকে গ্রেফতার করে। এরপর রহমানের দেহ তল্লাশি করে ৪ গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ । হিরোইনের বাজার মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা। এঘটনায় ১৯৯০ সালের মাদক দ্রব নিযন্ত্রণ আইনের ১৯ (১) এর ১ (ক) ধারায় মামলার করা হয়েছে। থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধৃত আব্দুর রহমান এর আগেও দুই বার গ্রেফতার হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ