Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ছাতকে সংঘর্ষ থেকে রক্ষা পেল ৫ গ্রাম

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে পুলিশ ও এলাকাবাসির হস্তক্ষেপে ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে ৫টি গ্রাম। শনিবার সকালে পূর্বঘোষিত এ রক্তক্ষয়ি সংঘর্ষ হওয়ার কথা ছিল। উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরকালিদাস, চরচৌলা, টেটিয়ারচর ও চুনারুচর গ্রামবাসির সাথে বল্লভপুর গ্রামবাসির তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের পূর্বনির্ধারিত তারিখ ছিল। শুক্রবার বিকেলে টেটিয়ারচরবাজারে সওদা ক্রয়ের বিষয় নিয়ে বল্লভপুর গ্রামের আনফর আলীর সাথে টেটিয়ারচর গ্রামের জিতু মিয়ার হাতাহাতির ঘটনা ঘটে। এনিয়ে আনফরের পক্ষে বল্লভপুর ও জিতু মিয়ার পক্ষে টেটিয়ারচরসহ ৪টি গ্রামবাসির সংঘর্ষের জন্যে শনিবার সকালে দিন-তারিখ ধার্য্য করা হয়। খবর পেয়ে স্থানীয় গন্যমান্য লোকজন ও পুলিশের হস্তক্ষেপে অবশেষে ভয়াবহ সংঘর্ষের কবল থেকে রক্ষা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ