Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার শহর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান কর্মসুচীর উব্দোধন করা হয়। কেন্দ্রীয় কমিটির কর্মসুচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় শুক্রবার সন্ধ্যায় সান্তাহার পৌর বিএনপির উদ্দ্যোগে স্থানীয় বিএনপির কার্যালয়ে এ উব্দোধন অনুষ্টান অনুষ্টিত হয়। শহর বিএনপিসাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, এছাড়াও সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, বিএনপি নেতা ইকবাল হোসেন, নিজাম দেওয়ান, শ্রমিক দল নেতা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম, যুবদল নেতা মাহফুজুল হক টিকন, মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অংগোসংগঠনের নেতা কর্র্মী বক্তব্য রাখেন। বক্ত্যারা নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন বর্তমান সরকারের জেলজুলুম,হত্যা, গুমসহ সকল নির্যাতনকে উপক্ষা করে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচী সফল করে আগামী জাতীয় সংসদ নির্বচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। আলোচনা শেষে প্রধান অতিথি কর্মসুচীর উব্দোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ