রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহে রাস্তায় গাছ ফেলে ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে ২৫ লাখ টাকার ডাকাতি হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর-মহামায়া সড়কের নিমতলা মাঠে শুক্রবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্রধারী ডাকাতরা ট্রাকের গতিরোধ করে ১৪ জন গরু ব্যবসায়ীর কাছ থেকে সব টাকা ছিনিয়ে নেয়। এ সময় গরু ব্যবসায়িরা চিৎকার দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে সংঘবদ্ধ ডাকাতদল তিনটি বোমা বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ও ঝিনাইদহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির শিকার গরু ব্যবসায়ি বাজার গোপালপুরের আলা-উদ্দিন জানান, তার নিজ গ্রামের শফিউদ্দিন, সবুুজ, নওদাপাড়া গ্রামের পন্টু, কোটচাঁদপুরের সারুটিয়া গ্রামের হাফিজ, মিন্টু, করিম, রেজাউল, বাবুল, জুলফিকার, এবং কালিগঞ্জের বারোবাজারের জাহিদুল, শরিফ ও তরিফুল ইসলাম ট্রাকযোগে জয়পুরহাটে গরু কিনতে যচ্চিলেন। তিনি আরো জানান, ট্রাকটি বাজারগোপালপুর পার হলেই নিমতলা মাঠের ব্রীজের নিকট পৌছালে রাস্তার উপর দু’টি গাছ পড়ে থাকতে দেখি। ট্রাকোর গতি ড্রাইভার কমানোর সাথে সাথে ১০/১২ জনের মুখবাঁধা ডাকাত দল তাদের উপর ঝাপিয়ে পড়ে। এ সময় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে প্রায় ২৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতির পর তারা চিৎকার দিলে তিনটি বোমা বিস্ফোরন ঘটিয়ে চলে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।