Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগঞ্জে ৬ ডাকাত আটক

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের সংঘবদ্ধ ছয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটকদের নিকট থেকে ছোরা,তালা ও গ্রীল কাটার মেশিনসহ চুরি ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকা থেকে একটি প্রাইভেট কার সহ তাদের গ্রেফতার করে।
আটকরা হলেন –পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব(২৮), গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন(৩৮),বগুড়া জেলার জাকিরুল ইসলাম(২৮),ঝালকাঠি জেলার মোঃ দেলেয়ার(৪৫),ফরিদপুর জেলার মোঃ বাদশা(২৯),বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া(২৮)। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুজ্জামান বলেন, পীরগঞ্জের রাজিব এর নেতৃত্বে সংগঠিত হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।
এসময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ