Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামীবাসী ছাড়া দেশে কেউ ভালো নেই: সৈয়দ আবুল মকসুদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ৫:৩৪ পিএম

কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আওয়ামীবাসী ছাড়া দেশে কেউ ভালো নেই। এ দেশ শুধু আওয়ামী লীগ ও আওয়ামীবাসীদের দেশ নয়, সবার দেশ।
শনিবার রাজধানীর কাওরান বাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সংবাদ সম্মেলনে সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আশা করবো, সব রাজনৈতিক দল ৯ তারিখে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করবে।’
একই অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, পাহাড়ে আশ্রয়হীন মানুষ ক্ষুধা ও অভাবের তাড়নায় হাহাকার করছে। অথচ সরকার উন্নয়নের জোয়ারে আত্ম অহংকারে ভেসে বেড়াচ্ছে।
সন্তু লারমা বলেন, ‘বর্তমান সরকার বলছে, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে দেশ। প্রকৃতপক্ষে আদিবাসী জনগণ, গরিব প্রান্তিক কৃষক, দলিত হরিজন, খেটে খাওয়া মেহনতি মানুষ, চা বাগানের শ্রমিকসহ লাখ লাখ মানুষ এই কথিত উন্নয়নের জোয়ারে ডুবে যাচ্ছে।’
বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে বলে সরকার দাবি করছে, কিন্তু বাংলাদেশ আদিবাসী ফোরাম জোর দিয়ে বলতে চায়, দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হাজার হাজার আদিবাসী মানুষের জীবনে এ কথার প্রতিফলন নেই।’
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে জাতীয় নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত করার সুযোগ দেওয়ার দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেজবাহ কামাল।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একটা বিধান করেছে আঞ্চলিক রাজনৈতিক দল নিবন্ধন পায় না। এ কালা কানুন বাতিল করতে হবে।’
ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি শুধু পাহাড়ে নয়, গণতন্ত্রের ভূমিধস হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে এখনও সেনাশাসন অব্যহাত আছে। সবাই বলছেন নির্বাচনের কথা, আমি নির্বাচন দেখি না।’



 

Show all comments
  • /iSLAM ৫ আগস্ট, ২০১৭, ৭:৪২ পিএম says : 0
    KI SUNDOR KOTHA EMON KOTHA AMAR LIFE E PROTHOM SHUNLAM.kOTO SUNDOR VALO MANUSH APONARA MONE HOY PURA DESHTAI APONADER POITRIC SOMPOTTI.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ