Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপি ব্যর্থ, শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ: ওবায়দুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১:৪৭ পিএম

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের পদে থাকার কোনো অধিকার নেই। গত সাড়ে আট বছরে তাঁরা সাড়ে আট মিনিটও রাস্তায় থাকতে পারেনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ওবায়দুল।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ব্যর্থ দল। নেতারা তাঁদের কর্মীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যর্থতার দায় নিয়ে তাঁদের সবাইকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, বিএনপি নেতাদের বক্তব্য শুধু সংবাদ সম্মেলনে সীমাবদ্ধ। দলীয় কর্মসূচি নেতাকর্মীদের কোন্দলে পণ্ড হয়।
সেতুমন্ত্রী বলেন, জনগণ বিএনপির কাছে কিছুই প্রত্যাশা করে না। তাই আগামীতেও তাদের প্রত্যাখ্যান করবে।
ওই সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু প্রমুখ।



 

Show all comments
  • Abu Abdullah ৫ আগস্ট, ২০১৭, ৬:৪৫ পিএম says : 0
    এর চাইতে বেশি কিছু করলে তু গুলি করবেন
    Total Reply(0) Reply
  • alam ৫ আগস্ট, ২০১৭, ৭:২৫ পিএম says : 0
    Provide equal opportunities to BNP, giving them helicopter, RAB, police protection etc etc. there is nothing to be afraid of BNP. Political parties demand, "People are with us". Why not try through free fair polls.
    Total Reply(0) Reply
  • S. Anwar ৫ আগস্ট, ২০১৭, ৮:১০ পিএম says : 0
    নির্বাচনের মাঠে দেখা যাবে কে ব্যর্থ আর কে অব্যর্থ। কে সাদরে গৃহিত আর কে ঘৃনায় পরিত্যক্ত। শেষ রক্ষা যার সব রক্ষা তার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ