Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজের অনুমতি আত্মকর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে

বুড়িচং ফকির বাজারে টেকনিক্যাল

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা:কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার স্কুল এÐ কলেজ অত্র এলাকার জনপদে একটি প্রাচীণ ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠার পর থেকে অত্যান্ত সুনামের সাথে আলোকবর্তিকা হিসেবে শিক্ষার আলো বিতরণ করে আসছে । তদুপরি, ফকির বাজার স্কুল এÐ কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান ও কারিগরি কোন শাখা ছিল না বিধায় অত্র এলাকার শিক্ষার্থীরা কারিগরি ও বিজ্ঞান শিক্ষায় অনেকটা পিছিয়ে পড়ার উপক্রম হচ্ছিল। ঠিক তখনই অত্র ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে টেকনিক্যাল শাখার অনুমতি পেতে যাচ্ছে বলে জানা যায়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষ থেকে উক্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক। তিনি আরো বলেন যে ফকির বাজার স্কুল এÐ কলেজ অত্র এলাকার মধ্যে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্তে¡ও বিগত বছরগুলোতে ২৫ বছর পর এই প্রথম কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান শাখা ও চালু হতে যাচ্ছে। এছাড়া, ৯ম ও ১০ম শ্রেণীতে ও পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা প্রবর্তন করা হবে। ফকির বাজার স্কুল এÐ কলেজে কারিগরি ও বিজ্ঞান শাখা চালু হলে এলাকার ‘কারিগরি’ ও ‘বিজ্ঞান’ শিক্ষা বঞ্চিত হাজার হাজার ছেলে মেয়েরা অত্র স্কুল এÐ কলেজ থেকে কারিগরি ও বিজ্ঞান শিক্ষা অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি আত্মকর্ম সংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ