Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে

ফুলবাড়িয়ায় জাতীয় পার্টির প্রতিনিধি সভায় এমপি মুক্তি

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : ১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন মুক্তি। তিনি বলেন, সারা দেশে সাংগঠনিকভাবে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। জাতীয় পার্টি এখন প্রথম সারির শক্তিশালী রাজনৈতিক শক্তি। জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল তখন দেশকে সুশাসন ও সমৃদ্ধি দিয়েছে। তাই মানুষ জাতীয় পার্টিকেই দেশের আশা-ভরসার কেন্দ্রস্থল হিসেবেই মনে করছে। এ ধারবাহিকতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ আসন নিয়েই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে।’
গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রবীণ নেতা ডা: কে.আর.ইসলাম, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট সাংবাদিক মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল প্রমুখ। ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টিকে ফ্যাক্টর হিসেবে উল্লেখ করে তরুণ সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি বলেন, জাতীয় পার্টির সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না। এবার জাতীয় পার্টি জনগণের সমর্থনে ১৫১ আসন নিয়েই ক্ষমতায় যেতে চায়। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ময়মনসিংহ বিভাগ উপহার দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ময়মনসিংহবাসীকে বঞ্চনার শেকল বন্দিত্ব থেকে বের করে এনেছেন রওশন এরশাদ। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে দীর্ঘদিনের প্রাণের দাবি ময়মনসিংহ বিভাগ উপহার দিয়েছেন। পরে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মুক্তি এমপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী প্রবীণ রাজনীতিক ডা: কে.আর.ইসলামকে সম্ভাব্য প্রার্থী হিসেবে হাত তুলে পরিচয় করিয়ে দেন।



 

Show all comments
  • S. Anwar ৫ আগস্ট, ২০১৭, ৭:১১ এএম says : 0
    কেয়ামতের পরে হয়তো সম্ভব কিন্তু আগে আর কোনদিনও নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ