Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

দক্ষিণ কেরানীগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। নিহত স্ত্রীর নাম আসমা বেগম (২৬)। ঘাতক স্বামী মনির হোসেন মোল্লা পলাতক রয়েছে। এই ঘটনাটি ঘটেছে গতকাল (শুক্রবার) বিকেলে। সন্ধ্যায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মুনসুর আহমেদ জানান, পারিবারিক কলহের জেরধরে স্বামী-স্ত্রীর সাথে ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে স্বামী মনির হোসেন মোল্লা উত্তেজিত হয়ে স্ত্রীর আসমা বেগমের পিঠে উপর্যুপড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আসমাকে বসুন্ধরা রিভারভিউ এলাকায় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এসময় স্বামী মনির হোসেন মোল্লা স্ত্রী আসমাকে হাসপাতালে রেখেই পালিয়ে যায় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ