Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ জলবায়ুর বিরুপ প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রীন প্লাজায় গতকাল থেকে পনেরদিন ব্যাপি বৃক্ষমেলার আয়োজন করেছে সামাজিক বনবিভাগ রাজশাহী। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বাধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। উদ্বোধনী ভাষনে তিনি বলেন, বিশ্বে উন্নত দেশগুলো নানান ভাবে জলবায়ুর উপরে বিরুপ প্রভাব ফেলছে। সে কারণে বাংলাদেশ ক্ষতির শিকারও হচ্ছে। তবে, বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে দারিদ্র বিমোচনে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। সামাজিক বনায়নের মাধ্যমে মানুষ তাদের ভাগ্য উন্নয়ন করছেন। বর্তমান সরকার সামাজিক বনায়নের ৫৫ শতাংশ এখন যারা বৃক্ষরোপন করছেন তাদের দিচ্ছেন। তিনি সামাজিক বনায়নে বেশি করে দরিদ্র মানুষকে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান। ছাদ বাগানের বিষয়ে তিনি বলেছেন, রাজশাহী ছাদ বাগানের ক্ষেত্রে সুনাম কুড়িয়ে আসছে। এটা নগরীকে সবুজ রাখার জন্য ভালো উদ্যোগ। এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা উপহার দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ