Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে সড়ক সংস্কারের দাবিতে চারা রোপণ করে প্রতিবাদ

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে সড়ক সংস্কারের দাবিতে চারা রোপন করে প্রতিবাদ করেছেন ব্যবসায়িরা। গতকাল শুক্রবার ব্যতিক্রমী এ প্রতিবাদ গোবিন্দগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলার গোবিন্দগঞ্জ নতুনবাজার লীজের মাধ্যমে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় করলেও বাজারের কোন সড়ক-ঘাটের সংস্কার করা হচ্ছেনা। প্রতিদিন এ বাজারে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা আসলেও দীর্ঘদিন থেকে প্রধান সড়কগুলোর কোন সংস্কার না করায় জনদুর্ভোগ ক্রমেই বেড়েই চলেছে। এ সড়কে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। বৃষ্টির দিলেই পানি জমে কাঁদায় ভরে উঠে এসড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সড়কটি সংস্কার ও মেরামতের দাবিতে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ি সমিতির সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, মাওলানা আমির আলী, লাল মিয়া, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, প্রমূখ চারা রোপন করে প্রতিবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ