বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ লাইনস ব্যারাকে ছয়তলা ভবনের উপর থেকে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম শরিফুল (২০)। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, মিরপুর পুলিশ লাইনসের ৯ নম্বর ভবনের ৬ তলা থেকে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রæত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কন্ট্রোল কক্ষে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আজিমুদ্দিন বলেন, ৯ নম্বর ভবনের ছয়তলার একটি কক্ষে থাকতেন শফিকুল। অসতর্কতাবশত ছয়তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছয়তলার ব্যালকনিতে কোমর পর্যন্ত রেলিং রয়েছে। সেখান থেকে শফিকুল কীভাবে নিচে পড়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি। নিহত শফিকুলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।