বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তানোর (রাজশাহী ) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর তানোরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে জিয়াউর রহমান ওরফে রাজু আহম্মেদ নামের এক সহকারী গ্রন্থাগারিকের অপসারণের দাবিতে সরব উঠেছে এলাকার অভিভাবক ও শিক্ষার্থীগণ। এদিকে গত বৃহ¯প্রতিবার ঘটনার শিকার স্বুলছাত্রী নিজে বাদি হয়ে গ্রন্থাগারিক রাজুর বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে। গত মঙ্গল ও বুধবার সকালে স্কুলের শিক্ষার্থীরা স্কুল বন্ধ করে দিয়ে স্কুল চত্ত¡রে বিক্ষোভ করেছে। উপজেলার পাঁচন্দর ইউপির কচুয়া উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, গত ২৫জুলাই সকালে ওই স্কুলের সহকারী গ্রন্থাগারিক জিয়াউর রহমান ওরফে রাজু আহম্মেদ প্রাইভেট পড়ানোর কথা বলে স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলে ডেকে নিয়ে ভবনের ছাদে যায় ও (ধর্ষণের চেষ্টা) শ্লীলতাহানি করে। এ সময় স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাটি টের পায় কিন্তু রাজু তাদের পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করে। এদিকে শ্লীতাহানির শিকার ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানায় এবং একইদিন বিকেলে স্থানীয় ভাবে বিষয়টি সমঝোতার চেস্টা করেও ব্যর্থ হয় লম্পট রাজু। নাম প্রকাশে অনিচ্ছুক সহকারি এক শিক্ষক বলেন, এর দায় প্রধান শিক্ষক এড়াতে পারে না কারণ এর আগেও ইদ্রিস আলী নামের এক শিক্ষক ও রাজু এমন ঘটনা ঘটিয়ে ছিল। কিšত্ত বড় অঙ্কের টাকা জরিমানা করে ঘটনা ধামাচাপা দিয়েছেন প্রধান শিক্ষব নিজেই।
অপরদিকে গত বৃহস্প্রতিবার সকালে স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ স্কুলে সমবেত হয়ে লম্পট গ্রন্থাগারিক জিয়াউর রহমান ওরফে রাজুর অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল বন্ধ করে স্কুল চত্ত¡রে বিক্ষোভ করে। আর বিক্ষোভের খবর জানতে পেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাষ দিলে অভিভাবক ও শিক্ষার্থীরা শান্ত হয় ফিরে যায় ক্লাশে। এ সময় রাজু বিক্ষুব্ধদের রোষানল থেকে বাঁচতে স্কুল থেকে পালিয়ে যায় বলে জানান সভাপতি আফছার আলী। এ বিষয়ে জিয়াউর রহমান ওরফে রাজু আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পরিস্থিতির শিকার তাকে ফাঁসানোর জন্য একটি মহল এই অভিযোগ করেছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক শফিউর রহমান বাচ্চু জানান, রাজুর বিরুদ্ধে ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি, আগামি ৫ আগস্ট শনিবার স্বুলের কমিটিকে নিয়ে বসে রাজুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, এবিষয়ে তিনি অবগত হয়েছেন, কিšত্ত এখানো লিখিত অভিযোগ পাননি। তিনি বলেন, এবিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্কুল পরিচালনা কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।