বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবিতে দুই শিক্ষার্থী ডুবে মারা গেছে। এরা হলো, বাঘার সুলতানপুর এলাকার মুন্টুর ছেলে সবুজ আলী (১৮) এবং আবাদী চাদপুর এলাকার চান্দের আলীর ছেলে মনিরুল(১৪)। এদের মধ্যে সবুজ বাঘার দুরদুরিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং মনিরুল খানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানান, মারা যাওয়া দুইজনই হতদরিদ্র পরিবারের সন্তান। তারা অন্যের জমিতে কাজ করে আয় করে এবং পাশাপাশি পড়াশোনাও করে। গতকাল শুক্রবার সকালে তারা খানপুর খেয়া ঘাট এলাকায় নৌকাযোগে পাট কাটতে যায়। নৌকায় আরো জনা চল্লিশেক লোক ছিল। এক পর্যায়ে মাঝ নদীতে গিয়ে ভার সামলাতে না পেরে নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝ নদী থেকে অন্যরা উঠে আসতে পারলেও এরা দুজন তলিয়ে যায়। অন্য নৌকা নিয়ে অনেক খোঁজাখুজি করেও তাদের পাওয়া যায়নি। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কিছু দুরে দুপুরে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।