Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। গতকাল (শুক্রবার) রাত পৌনে ১২টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটি ছেড়ে যাওয়ার সিডিউল ছিল। প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী জেদ্দায় যাওয়ার জন্য প্রস্তুতি ছিলেন বলে জানান কর্মকর্তারা। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন হজযাত্রীদের বিদায় এবং চট্টগ্রাম থেকে প্রথম ফ্লাইটি উদ্বোধন করতে বিকেলে চট্টগ্রাম আসেন।
জানা গেছে এবার চট্টগ্রাম থেকে সরাসরি ১৫টি হজ ফ্লাইট এবং কয়েকটি সিডিউল ফ্লাইটে হাজযাত্রীদের সউদি নেওয়া হচ্ছে। এরমধ্যে দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় যাবে। বাংলাদেশ বিমান এবারই প্রথম মদিনায় ফ্লাইট পরিচালনা করছে। এটি চট্টগ্রাম থেকেই শুরু হচ্ছে। হাব বলছে এবার চট্টগ্রাম থেকে ১৪ হাজারের বেশি হজযাত্রী যাবেন। সরাসরি ফ্লাইটে যাবেন ৬ হাজার ২৮৫ জন। বাকিদের সিডিউল ফ্লাইটে পাঠানো হবে। আগামী ২২ আগস্ট পর্যন্ত ফ্লাইট জেদ্দা ও মদিনা যাবে। বিমান বন্দরের কর্মকর্তারা জানান, হজযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ