Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

টঙ্গীতে প্যাকেজিং কারখানার গোডাউনে অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর সাতাইশ এলাকার ওয়েগা প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিস লিমিটেড কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল শুক্রবার দুপুরে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা মালিক দাবী করেছেন। স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ১২টার দিকে মেজবা উদ্দিনের মালিকানাধীন ওই প্যাকেজিং কারখানার সেমিপাকা গোডাউনে অগ্নিকাÐের সূত্রপাত হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফাসার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভায়। অগ্নিকান্ডে গোডাউনে থাকা কাগজ, কার্টুন ও প্যাকেজিংয়ের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.আতিকুল ইসলাম জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ