রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে কাটা গাছের চাপায় শ্রমিক আবুল মিয়ার মৃত্যু হয়েছে। সে বালাগঞ্জ উপজেলার আতাসন মোল্লাপাড়া গ্রামের আবদুর হামিদের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে ওসমানীনগরের দয়ামীরে ঘটনাটি ঘটে। জানা যায়, দয়ামীরের আবদুল ওদুদের বাড়িতে আবুল একটি গাছ কাটার পর খন্ডিত গাছের টুকরোগুলো ট্রাকে উঠাচ্ছিল। গাছ উঠানোর সময় শ্যাওলাযুক্ত একটি স্থানে তার পা পিছলে সে পড়ে গেলে গাছের একটি অংশ তার মাথার ওপরে পড়ে মাথা ফেটে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্যা বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে এবং অপমৃত্যু মামলা রুজু হবে।
মদ ও গাঁজাসহ আটক
সিলেটের ওসমানীনগরে ৩০ বোতল বিদেশী মদ ও ৩ কেজি গাঁজাসহ বাবুল মিয়া নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে সিলেট মাদক দ্রব্য অধিদপ্তর ও ওসমানীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর গ্রাম সিরাজনগর গ্রামের মাদক বিক্রেতা বাবুল মিয়ার বসত ঘরে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশী মেকডয়েল মদ, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির ১৮শ’ ৫০ টাকা সহ হাতে নাতে আটক করা হয় মাদক সম্রাট বাবুলকে। আটককৃত বাবুল উপজেলার বুরুঙ্গা ইউপির পূর্ব সিরাজনগর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। গতকাল শুক্রবার বাবুল মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।