রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হঠাৎ করে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত তিনদিনে জেলা শহরের প্রাণকেন্দ্র ক্লাবসুপার মার্কেটসহ উদায়ন মোড়, শাহীবাগ, প্রান্তিকপাড়া এলাকায় অন্ত ১০টি চুরির ঘটনা ঘটেছে। এরফলে শহরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। বৃহস্পতিবার রাতে শহরের প্রাণকেন্দ্র ক্লাবসুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাঁধুনী হোটেল এন্ড রেস্টরেন্টে চুরি হয়েছে। এসময় হোটেলের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় চোরেরা। ওই হোটেলের মালিক মতিউর রহমান মজি জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হোটেল বন্ধ করে তিনি বাড়ি চলে যান। শুক্রবার সকালে হোটেলের কর্মচারীরা রন্ধনশালার বক্সফ্যান ও সিসিটিভি ক্যামেরা ভাঙ্গা দেখে।পরে হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে ক্যাসবাক্স ভেঙ্গে টাকা নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এর আগে বুধবার গভীর রাতে শহরের উদয়ন মোড়, শাহীবাগ, ঢাকা স্ট্যান্ড, প্রান্তিকপাড়াসহ কয়েকটি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে সিরিজ চুরির ঘটনা ঘটে। ওইদিন উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল, শাহীবাগ এলাকার ব্যবসায়ী আবদুল হান্নানের মেসার্স এসএফ এন্টারপ্রাইজ, শাহীবাগ এলাকার তৌফিক উদ্দিনের দোকান, একই এলাকার শফিকুল ইসলামের বাড়ি ও ঢাকা স্ট্যান্ড এলাকার রাজ স্যানেটেশন নামের একটি ব্যবসা প্রতিষ্টান থেকে চুরি ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।