রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : জেলা জজের পরিচয় দিয়ে ফোন করে নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্সের সভাপতির কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে নেত্রকোনা ডিবি পুলিশ বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর এলাকা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বকবান্দা নামা পাড়ার মোঃ আব্দুস সালামের পুত্র মোঃ শিপন (২০), একই গ্রামের নূরুল ইসলামের পুত্র মোঃ মাসুদ রানা (২১) ও রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ গ্রামের মৃত নাজির হোসেনের পুত্র রাজু আহমেদ (৪০)। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ে মিডিয়া কর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম সাংবাদিকদের জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ সরকারী কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে সমাজের বিত্তশালী ব্যাক্তিদের কাছে ফোন করে অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অঙ্কেকর অর্থ হাতিয়ে নিচ্ছে। উক্ত চক্রটি গত ৩ জুলাই নেত্রকোনা জেলা জজের পরিচয় দিয়ে চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদের কাছে ফোন করে বলে নেত্রকোনার একজন লোক গাজীপুরে মারা গেছে। তার লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের হেফাজতে আছে। ৩৫ হাজার টাকা পাঠিয়ে দিলে লাশটি বাড়ীতে পাঠিয়ে দেয়া হবে। তিনি ও তার সহকর্মীরা মিলে ১৪ হাজার টাকা সংগ্রহ করেছে। দুটি বিকাশ নাম্বার দিয়ে বলে জরুরী ভিত্তিতে বাকি ২১ হাজার টাকা প্রেরণ করা হলে লাশটি নেত্রকোনায় পাঠিয়ে দেয়া হবে। পরবর্তীতে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর পর আব্দুল ওয়াহেদ জানতে পারেন, গাজীপুরে নেত্রকোনার কোন লোক মারা যায়নি, জজ সাহেবও তাকে ফোন করেননি। বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করলে জেলা গোয়েন্দা শাখার একটি টিম মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রকে সনাক্ত করে তাদেরকে গাজীপুর থেকে গ্রেফতার করে। গতকাল তাদেরকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।