রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাবনা জেলা সংবাদদাতা :বড়াল নদীর করাল গ্রাসে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিলীন হওয়ার পথে। জেলার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যারয়টি এই নদী থেকে দূরে। প্রতি বর্ষা মওসুমে নদীর পানি বৃদ্ধি ও প্রবল ভাঙনে জসপদ ভেঙ্গে নদী বিদ্যালয়টিকে গ্রাস করে নিচ্ছে তার গর্ভে। ফারাক্কা ব্যারেজ খুলে দিলে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পায় সেই সাথে পদ্মা শাখা-প্রশাখা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। অপরদিকে, ব্রক্ষপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয়। পদ্মা ও যমুনা নদীর পানিতে বড়াল, হুরাসাগর, আত্রাই , চিকনাইসহ পাবনার ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর উপজেলার মধ্য দিয়ে প্রবাহমান নদ-নদীতে পানি বৃদ্ধি ও নদী ভাঙ্গন দেখা দেয়। পাবনার ফরিদপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া বড়াল নদীর প্রবল ভাঙ্গনে দিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন একেবারে বিলীন হওয়ার পথে। গত কয়েকদিনে বিদ্যালয়ের একটি কক্ষ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পুরো স্কুলটি বিলীন হতে আর বেশী দেরি হবে না বলে এলাকার লোকজন ও স্কুল কর্তৃপক্ষ ধারণা করছেন। বিদ্যালয় স্থানান্তরের জন্য গ্রামের পূর্ব পাশে ১০ শতাংশ জমি রেজিস্ট্র করা হলেও অর্থেও কারণে কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন, বিদ্যালয়ের বিদায়ী সভাপতি ও ইউপি সদস্য জনাব হুমায়ূন কবির।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।