Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুষ্ঠানে পুলিশের বাধা : আটক ২০

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


শিবচরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন
মাদারীপুর জেলা সংবাদদাতা : পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে মাদারীপুরের শিবচরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান। এ সময় বিএনপির ও যুবদলের কমপক্ষে ২০ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ । এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে ১২জন আহত হয়েছে। দলীয় সূত্রে জানা েেছ, শক্রবার সকালে শিবচর বিএনপির আহবায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লার সভাপত্বিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মুরাদ, জেলা বিএপির সহ-সভাপতি সোহরাব হোসেন হাওলাদার, বজলুর রহমান হাওলাদার প্রমুখ। সকালে শিবচরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা একত্রিত হতে থাকে। এসময় পুলিশি বাধায় পন্ড হয়ে যায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান। এ ঘটনায় পুলিশ শিবচর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হাওলাদার, মাহবুব মাদবর, শহিদ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক বাকাউল কমির খান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন মৃধা, পৌর যুবদলের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন খান, মস্ত মোল্লা, শাহিন গোমস্তা, নোমান মোল্লাসহ কমপক্ষে ২০ নেতা কর্মীকে আটক করে। শিবচর বিএনপির আহবায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, আমাদের শান্তিপূর্ন কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে। পুলিশ আমাদের ২০ নেতা কর্মীকে আটক করে নিয়ে গেছে। এসময় নেতা-কর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করেছে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ১২জন আহত হয়েছে। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ