Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের ভিডিও ইন্টারনেটে : যুবক আটক

| প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ায় স্বামী পরিত্যাক্ত নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারন ও সেই ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আল-মামুন (২৪) নামের এক যুবককে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। সে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি সমশের আলীর ছেলে। গত বুধবার রাত ১০টার দিকে ওই ভুক্তভুগী নারী পুঠিয়া থানায় হাজির হয়ে বিয়ের প্রলভোন দেখিয়ে ধর্ষণ এবং ধর্ষণের দৃশ্য ভিডিও ধারন করে তা ইন্টারনেটে প্রচারের দায়ে ওই আ’লীগ নেতার ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গতকাল শুক্রবার ভোর ৪ টার দিকে নাটোর জেলার সিংড়া উপজেলার খারাসাক্ষা গ্রামের আল মামুনের আত্মীয় আদম আলীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে আল মামুন পলাতক ছিলো। অভিযোগ সুত্রে জানা গেছে, পরিচয়ের কিছুদিন পর আল মামুন ওই নারীকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি হলে গত ১৫ মে বিকেলে বিয়ের জন্য নারীটিকে নিয়ে আল মামুন রাজশাহীতে যায়। কিন্তু কাজী না থাকার অজুহাতে এবং রাত্রি হওয়ায় আল মামুন তাকে নিয়ে তার এক আত্মীয়ের বাসায় যায়। সেই রাতেই আত্মীয়ের বাসায় নারীটিকে ধর্ষণ করে সেই দৃশ্য নারীটির অজান্তে মোবাইলে ভিডিও করে মামুন পালিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ