Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলে ফেনসিডিলসহ আ’লীগ নেতা গ্রেফতার

ঘাটাইল(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৭, ৪:৪৫ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার ভোরে ফেনসিডিলসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত মো. আজিজুর রহমান লুৎফর জামুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামের মৃত জুব্বার সরকারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, গত শুক্রবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হেলনাপাড়া গ্রামের মো. আজিজুর রহমান ওরফে লুৎফরের (৪৫) বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘরে প্লাস্টিকের বস্তায় রাখা একশ’ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন বাদি হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।



 

Show all comments
  • S. Anwar ৪ আগস্ট, ২০১৭, ৮:২২ পিএম says : 0
    কোন সমস্যা নেই। আওয়ামী নেতা বলে কথা। উনাদের ব্যপারে বেশী ঘাটাঘাটি করে চুন-কালি দেয়া ঠিক হচ্ছে না। তেনারা শুধু ফেনসিডিল কেন, ইয়াবা বানিজ্য, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ তাবৎ অপকর্মের জন্য যেন লাইসেন্স প্রাপ্ত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ